Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক

নং

সেবা প্রদানকারী অফিসের নাম

                              সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সেবা প্রদান পদ্ধতি

(সংক্ষেপে)

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/

আনুষঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আই

/ বিধি/ নীতিমালা

নির্দিষ্টসেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

উপজেলা সমাজসেবা অফিস

পল্লি সমাজসেবা (আরএসএস) কার্যক্রম

১। উপজেলা সমাজসেবা কর্মকর্তা

২। ফিল্ড সুপারভাইজার

৩। ইউনিয়ন সমাজকর্মী

৪। কারিগরি প্রশিক্ষক

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক  নির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপ সম্পন্নকরণপূর্বক  ক ও খ  গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিতপূর্বক সম্পন্ন করানো হয় । অত:পর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা সংশ্লিষ্ট সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক দাখিল করেন এবং আদায়কৃত সঞ্চয় প্রকল্প গ্রাম বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করেন । প্রস্ত্ততকৃত খসড়া তালিকা, আবেদনপত্র, স্কিম ফিল্ডসুপারভাইজার কর্তৃক পরীক্ষান্তে সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন । অত:পর উপজেলা সমাজসেবা অফিসার  ইউপিআইসির সভার আয়োজন করে ঋণ অনুমোদন করেন । অবশেষে নির্বাচিত ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক / নগদ টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে তাদের অবহিতপূর্বক ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

বিনামূল্যে

পল্লি সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

 

ক গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৫০,০০০/- পর্যন্ত

 

খ গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৫০,০০১/- থেকে ৬০,০০০/- পর্যন্ত

 

গ গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৬০,০০১/- উর্ধ্বে

 

গ গ্রুপভুক্ত পরিবার ঋণ সুবিধা ব্যতীত অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন

১. উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

উপজেলা সমাজসেবা অফিস

পল্লি মাতৃকেন্দ্র (আরএমসি)

১. উপজেলা সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

ইউনিয়ন সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক কর্তৃক মাতৃকেন্দ্র গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক  সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিত করা হয়। অত:পর ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা দাখিল ও সঞ্চয় আদায় পূর্বক ব্যাংক হিসাবে জমা করা হয়। ফিল্ড সুপারভাইজার এর সুপারিশের প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্তত করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক ইউপিআইসির সভা আহ্বান ও ঋণ অনুমোদনের পর সুফলভোগীদের মাঝে ঋণের চেক/টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে অবহিত করা হয় এবং বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

বিনামূল্যে

পরিবার জরিপের মাধ্যমে ১৫-৪৯ বছর বয়স্ক গ্রামীণ দুস্থ মহিলাদের নিয়ে মাতৃকেন্দ্র গঠন করতে হবে।

 

জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারী শিক্ষা ও  ক্ষমতায়নে সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে ।

৪০ জন গ্রামীণ দুস্থ মহিলা নিয়ে একটি মাতৃকেন্দ্র গঠন করা হয়ে থাকে।

 

ঋণগ্রহীতার দাখিলকৃত স্কিম অনুসারে প্রত্যেক সদস্যকে ৩,০০০/- হতে ৫,০০০/- পর্যন্ত  সুদমুক্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।

১. উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

উপজেলা / শহর সমাজসেবা অফিস

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ, ধরন ও মাত্রা নিরূপণ এবং সনদ ও পরিচয়পত্র প্রদান

উপজেলা/  শহর সমাজসেবা   কর্মকর্তা,

উপ-পরিচালক, জেলা কার্যালয়

উপজেলা/ শহর সমাজসেবা অফিসে জরিপভুক্ত ও নির্ধারিত ডাক্তার/ কনসালটেন্টের মাধ্যমে ধরন ও মাত্রা শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিকে  নির্ধারিত ফরমে আবেদনপত্র দাখিল করতে হয়। পরবর্তীতে যাচাই অন্তে সংশ্লিষ্ট ইঊনিয়ন সমাজকর্মী কর্তৃক কাগজপত্রসহ নথি   উপজেলা সমাজসেবা অফিসারের নিকট উপস্থাপন করে  অনুমোদন গ্রহণ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তির সংশ্লিষ্ট কাগজপত্রসহ নথি, সনদ ও পরিচয় পত্র উপ-পরিচালক এর নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা সমাজসেবা অফিসে প্রেরণ করা হয়। জেলা অফিস থেকে অনুমোদন পাওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিকে সরাসরি বা উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সনদ সরবরাহ করে সেবাটি প্রদান করা হয়। এ সনদের মাধ্যমে সরকারি চাকুরিসহ সকল সুযোগ সুবিধা প্রতিবান্ধীরা প্রাপ্য হন।

প্রয়োজনীয়  তথ্যসহ আবেদনের ১ দিনের মধ্যে

বিনামূল্যে

. প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

 

. এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

 

 

 

১. জেলা প্রশাসক

২. পরিচালক (প্রতিষ্ঠান)

৩. মহাপরিচালক

 

উপজেলা/

শহর সমাজসেবা অফিস

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

১. সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন/ পৌর সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

ইউনিয়ন/ পৌর সমাজকর্মী / কারিগরি প্রশিক্ষক কর্তৃক জরিপকৃত এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অবহিতকরণের মাধ্যমে ঋণ প্রার্থীদের নিকট থেকে ৫-২০ হাজার টাকার ঋণের আবেদন গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদনপত্র যাচাই  বাছাই  করে ফিল্ড সুপারভাইজার সুপারিশসহ একটি খসড়া তালিকা প্রস্তুত করে উপজেলা /শহর সমাজসেবা অফিসার এর নিকট দাখিল করেন । উপজেলা/শহর সমাজসেবা  বাস্তবায়ন কমিটির সভা আয়োজনসহ ঋণ অনুমোদন করান।  অত:পর নির্বাচিত ব্যক্তিদেরকে ঋণের চেক/টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে অবহিত করা হয় এবং  ঋণ বিতরণ কার্যক্রম শেষ করা হয়।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর পিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

বিনামূল্যে

 

 

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০১০

১. উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়

উপজেলা সমাজসেবা অফিস

আশ্রয়ণ/আবাসন প্রকল্প

১. উপজেলা সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

আশ্রয়ণ বা আবাসন প্রকল্পের আওতায় পূনর্বাসিত পরিবার সমূহকে স্বাবলম্বী

করার নিমিত্ত সংশ্লিষ্ট মাঠকর্মীর মাধ্যমে ৩০ টি সামাজিক কার্যক্রম অবহিতকরণসহ প্রশিক্ষণ প্রদানের উদ্বুদ্ধ করে তোলা হয়। অত:পর সংশ্লিষ্ট মাঠকর্মী আগ্রহী ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাইপূর্বক প্রস্তাবনা তালিকা প্রণয়ন করেন এবং আদায়কৃত দলীয় সঞ্চয় ব্যাংকে জমা করেন । দাখিলকৃত প্রস্তাবনা ফিল্ড সুপারভাইজার যাচাই বাছাই আন্তে সুপারিশসহ ঋণ গ্রহীতাদের খসড়া তালিকা প্রস্ত্তত করেন । অত:পর উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির (পিআইসি) সভার আয়োজন করে ঋণ মঞ্জুরির অনুমোদন করান।এ সেবার আওতায় দাখিলকৃত স্কিমানুসারে জনপ্রতি ৫,০০০/- হতে ১৫,০০০/- পর্যন্ত ৮% সার্ভিস চার্জে ঋণ প্রদান করা হয়। অত:পর  ঋণের চেক/টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে নির্বাচিত ব্যক্তিদের অবহিত করে ঋণ বিতরণ করা হয়।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর ইউপিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

বিনামূল্যে

১. আশ্রায়ণ নিবাসীদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০০৪

২. আশ্রায়ণ নিবাসীদের ঋণ প্রদান নীতিমালা, ২০০৪

৩. আশ্রায়ণ নিবাসীদের প্রশিক্ষণ নীতিমালা, ২০০৪

১. উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক

৩. জেলা প্রশাসক

শহর সমাজসেবা অফিস

শহর সমাজসেবা কার্যক্রম

১.সমাজসেবা অফিসার

২. অফিস সহকারী যুক্ত কম্পিউটার অপারেটর

৩.পৌর সমাজকর্মী

শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক  নির্বাচিত মহল্লায় পৌর সমাজকর্মী ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কর্তৃক পরিবার জরিপ সম্পন্ন করে  ক ও খ  গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন করা হয়। প্রযাজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যদের প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিত করা হয় । অত:পর মহল্লা কমিটি বা কর্মদল হতে দলীয় সদস্যদের নিকট থেকে আদায়কৃত সঞ্চয় প্রকল্প এলাকার ব্যাংক হিসাবে জমা করা হয় । প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক খসড়া তালিকা, আবেদনপত্র, স্কিম সুপারিশসহ সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন । অত:পর পিআইসি সভায় ঋণ প্রার্থীদের আবদেন অনুমোদনের প্রেক্ষিতে সমাজসেবা অফিসার  নির্বাচিত ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক / নগদ টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে তাদের অবহিতপূর্বকঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর পিআইসি সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঋণ বিতরণ  করতে হবে

বিনামূল্যে

শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা

 

ক গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৩৬,০০০/- পর্যন্ত

 

খ গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৩৬,০০১/- থেকে ৫০,০০০/- পর্যন্ত

 

গ গ্রুপ : যাদের পারিবারিক গড় আয় ৫০,০০১/- উর্ধ্বে

 

গ গ্রুপভুক্ত পরিবার ঋণ সুবিধা ব্যতীত অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন

উপ-পরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়

শহর

সমাজসেবা অফিস

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

১.সমাজসেবা কর্মকর্তা

২. প্রশিক্ষক

শহর সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফরমে ফিসহ আবেদন করতে হয়। আবেদনে প্রশিক্ষণের বিষয় উল্লেখ করতে হয়। অত:পর আবেদনপত্রসমূহ নির্ধারিত কমিটি কর্তৃক যাচাই-বাছাইপূর্বক কম্পিউটার, বৈদ্যুতিক মেরামত, দর্জি বিজ্ঞান, কনফেকশনারি, ফাস্ট ফুট প্রসেসিং, ব্লক-বাটিক, বিউটি পার্লারিং, মোবাইল-বিনামূল্যেজ-এসি মেরামত এবং মোমের সোপিচ তৈরি ট্রেডসমুহে ভর্তি করে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নির্ধারিত কমিটি কর্তৃক অনুমোদনের পর ০১-০৭ দিন

 

প্রকল্প সমন্বয় কমিটি কর্তৃক নির্ধারিত কোর্স ফি

নূন্যতম ৮ম শ্রেণির শিক্ষাগতযোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ এ সেবার আওতায় সেবা গ্রহণ করতে পারবেন।

 

শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০০৫

উপ-পরিচালক

সংশ্লিষ্ট জেলা

হাসপাতাল সমাজসেবা অফিস

চিকিৎসা সমাজসেবা কার্যক্রম

সমাজসেবা অফিসার

সরকারি / বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের বর্হি:বিভাগ / অন্ত:বিভাগে বিনামূল্যে বেডে ভর্তিকৃত রোগী বা রোগীর অভিভাবক (সংশ্লিষ্ট ওয়ার্ডের সহকারী রেজিস্টার/ কনসালটেন্ট/ আরএমও /ডাক্তার এর সুপারিশযুক্ত) সমাজসেবা অফিসার বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হয় । সমাজসেবা অফিসার কর্তৃক যাচাই-বাছাই পূর্বক আবেদন মঞ্জুর হওয়া সাপেক্ষে আর্থিক / ঔষধ-পথ্য / খাদ্য-বস্ত্র / পুনর্বাসন পরীক্ষা নিরীক্ষা / আনুসাঙ্গিক সেবা প্রদান করা হয় ।

কর্ম দিবসের সকাল ৮টা হতে দুপুর ২টা ৩০মি:

বিনামূল্যে

. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা- ২০১১

২. স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন. নিয়ন্ত্রণ অধ্যাদশে ১৯৬১ অনুসারে রোগী কল্যাণ সমিতির গঠনতন্ত্র

১.সিভিল সার্জন / সহকারী / পরিচালক হাসপাতাল

২. উপ-পরিচালক

৩. জেলা প্রশাসক

৪. পরিচালক কার্যক্রম

 

উপজেলা / শহর

সমাজসেবা অফিস

বয়স্ক ভাতা কার্যক্রম

১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

যাদের বার্ষিক গড় আয় সর্বোচ্চ ১০,০০০/- এবং পুরুষ এর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন  ৬৫ বছর এবং মহিলার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন  ৬২ বছর তারা নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করবেন।  নীতিমালা অনুসারে ইউনিয়ন কমিটি কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করে সুপারিশসহ চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়।  উপজেলা / পৌরসভা /মহানগর কমিটি প্রাপ্ত তালিকা যাচাই বাছাইপূর্বক চূড়ান্ত  করে মাননীয় সংসদ সদস্যের সম্মতি/ অনুমোদনক্রমে ভাতাভোগীদের নামে উপজেলা/শহর সমাজসেবা অফিসার কর্তৃক ভাতা বই ইস্যু করা হয়।  অত:পর ভাতাভোগীকে অবহিত করার পর ভাতাভোগী ১০ টাকার বিনিময়ে নিজ নামে ব্যাংক হিসাব খোলেন। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় / উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার এর যৌথ ব্যাংক হিসাব হতে ভাতাভোগীদের ব্যাংক হিসাবে ভাতার টাকা স্থানান্তর করা হয়।

নতুন বরাদ্দ প্রাপ্তির ০৩ মাসের মধ্যে ভাতাভোগী নির্বাচন করা হয়। নিয়মিত ভাতাভোগীর হিসাবে ০৭ দিনের মধ্যে ভাতার অর্থ স্থানান্তর করা হয় ।

 

১০/- টাকা দিয়ে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হয়

বয়স্কভাতা বাস্তবায়ন নীতিমালা, ২০১৩

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / অতিরিক্ত জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক (সংশ্লিষ্ট জেলা)

৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক

৪. পরিচালক (কার্যক্রম)

১০

উপজেলা / শহর সমাজসেবা অফিস

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

জরিপভুক্ত শনাক্তকৃত ও সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি বার্ষিক গড় আয় সর্বোচ্চ ৩৬,০০০/- এবং বয়স সর্বনিম্ন ০৬ বছর তারা  নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করবেন।

 নীতিমালা অনুসারে ইউনিয়ন কমিটি কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করে সুপারিশসহ চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়।  উপজেলা / পৌরসভা /মহানগর কমিটি প্রাপ্ত তালিকা যাচাই বাছাইপূর্বক চূড়ান্ত  করে মাননীয় সংসদ সদস্যের সম্মতি/অনুমোদনক্রমে ভাতাভোগীদের নামে উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক ভাতা বই ইস্যু করা হয়।  অত:পর ভাতাভোগীকে অবহিত করার পর ভাতাভোগী ১০ টাকার বিনিময়ে নিজ নামে ব্যাংক হিসাব খোলেন। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় / উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার এর যৌথ ব্যাংক হিসাব হতে ভাতাভোগীদের ব্যাংক হিসাবে ভাতার টাকা স্থানান্তর সম্পন্ন করা হয়।

নতুন বরাদ্দ প্রাপ্তির ০৩ মাসের মধ্যে ভাতাভোগী নির্বাচন করা হয় । নিয়মিত ভাতাভোগীর হিসাবে ০৭ দিনের মধ্যে ভাতার অর্থ স্থানান্তর করা হয় ।

 

১০/- টাকা দিয়ে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হয়

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন নীতিমালা ২০১৩

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / অতিরিক্ত জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক (সংশ্লিষ্ট জেলা)

৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক

৪. পরিচালক (কার্যক্রম)

১১

উপজেলা সমাজসেবা অফিস

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

জরিপভুক্ত শনাক্তকৃত ও সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত এবং সরকার কর্তৃকস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী যাদের পারিবারিক বার্ষিক গড় আয় সর্বোচ্চ ৩৬,০০০/-  তারা  নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করতে হয়। নীতিমালা অনুসারে যাচাই বাছাই করার পর প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিভোগী নির্বাচন করা হয় । অত:পর নির্বাচিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবককে অবহিত করে বৈধ অভিভাবকের নামে উপবৃত্তির অর্থ উত্তোলনের ব্যাংক হিসাব খোলা হয়। উপবৃত্তির টাকা বিতরণের স্থান, তারিখ সময় নির্ধারণ করে  উপবৃত্তি প্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষর্থী তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি বিতরণ করা হয়।

নতুন বরাদ্দ প্রাপ্তির ০৩ মাসের মধ্যে ভাতাভোগী নির্বাচন করা হয় ।

নিয়মিত ভাতাভোগীর হিসাবে ০৭ দিনের মধ্যে ভাতা স্থানান্তর করা হয় ।

 

১০/- টাকা দিয়ে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হয়

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন নীতিমালা ২০১৩

 

 

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / অতিরিক্ত জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক (সংশ্লিষ্ট জেলা)

৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক

৪. পরিচালক (কার্যক্রম)

১২

উপজেলা /শহর সমাজসেবা অফিস

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম

১. উপজেলা / শহর সমাজসেবা অফিসার

২. ফিল্ড সুপারভাইজার

৩. ইউনিয়ন /পৌর সমাজকর্মী

৪. কারিগরি প্রশিক্ষক

১৮ বছরের উর্ধ্বে বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা যাদের বার্ষিক গড় আয় সর্বোচ্চ ১২,০০০/- তারা নির্ধারিত ফরমে উপজেলা / শহর সমাজসেবা অফিসার বরাবরে আবেদন করবেন। নীতিমালা অনুসারে ইউনিয়ন কমিটি কর্তৃক আবেদন সমূহ যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করে সুপারিশসহ চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়।  উপজেলা / পৌরসভা /মহানগর কমিটি প্রাপ্ত তালিকা যাচাই বাছাইপূর্বক চূড়ান্ত  করে মাননীয় সংসদ সদস্যের সম্মতি/ অনুমোদনক্রমে ভাতাভোগীদের নামে উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক ভাতা বই ইস্যু করা হয়।  অত:পর ভাতাভোগীকে অবহিত করার পর ভাতাভোগী ১০ টাকার বিনিময়ে নিজ নামে ব্যাংক হিসাব খোলেন। উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় / উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট সমাজসেবা অফিসার এর যৌথ ব্যাংক হিসাব হতে ভাতাভোগীদের ব্যাংক হিসাবে ভাতার টাকা স্থানান্তর সম্পন্ন করা হয়।

নতুন বরাদ্দ প্রাপ্তির ০৩ মাসের মধ্যে ভাতাভোগী নির্বাচন করা হয় ।

নিয়মিত ভাতাভোগীর হিসাবে ০৭ দিনের মধ্যে ভাতার অর্থ স্থানান্তর করা হয় ।

 

১০/- টাকা দিয়ে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হয়

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা বাস্তবায়ন নীতিমালা ২০১৩

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ / অতিরিক্ত জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার

২. উপ-পরিচালক (সংশ্লিষ্ট জেলা)

৩. চেয়ারম্যান, পার্বত্য জেলা / জেলা প্রশাসক

৪. পরিচালক (কার্যক্রম)

১৩

উপজেলা / শহর সমাজসেবা অফিস

দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর  সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন। অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা কমিটি  যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে ব্যাংক হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে ভাতা বা উপবৃত্তির টাকা স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণপূর্বক ভাতা বা উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয় ।

১৮ বছর বয়সের উর্ধ্ব কর্মক্ষম ব্যক্তিদেরকে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;

. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস

বিনামূল্যে

বিশেষ ভাতা ৩০০/- মাসিক

উপবৃত্তি :

প্রাথমিক-৩০০/-

মাধ্যমিক-৪৫০/-

উচ্চ মাধ্যমিক-৬০০/-

স্নাতক বা স্নাতকোত্তর-১০০০/-

প্রশিক্ষণ :

প্রশিক্ষণার্থীদের আর্থিক সহায়তা ১০,০০০/- (অফেরতযোগ্য)

 

দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ ২. জেলা প্রশাসক

সিটিকরপেরেশন / পৌরসভার ক্ষেত্রে

প্রধান নির্বাহী কর্মকর্তা / আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা

৩. কর্মসূচি পরিচালক

১৪

উপজেলা /শহর সমাজসেবাঅফিস

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি

উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা / শহর  সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করে। অত:পর উপজেলা কমিটি  যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে। নির্বাচিত ব্যক্তির নামে ব্যাংক হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে ভাতা বা উপবৃত্তির টাকা স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণ পূর্বক ভাতা বা উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয় ।

১৮ বছর বয়সের উর্ধ্ব কর্মক্ষম ব্যক্তিদেরকে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়

. নতুন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদনের ০৩ মাসের মধ্যে;

. পুরাতন বা নিয়মিতদের ক্ষেত্রে ০৭ কর্মদিবস

বিনামূল্যে

বিশেষ ভাতা ৩০০/- মাসিক

উপবৃত্তি :

প্রাথমিক-৩০০/-

মাধ্যমিক-৪৫০/-

উচ্চ মাধ্যমিক-৬০০/-

স্নাতক বা স্নাতকোত্তর-১০০০/-

প্রশিক্ষণ :

প্রশিক্ষণার্থীদের আর্থিক সহায়তা ১০,০০০/- (ন্যূনতম) (অফেরতযোগ্য)

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি নীতিমালা ২০১৩

১. চেয়ারম্যান উপজেলা পরিষদ ২. জেলা প্রশাসক

সিটি করপেরেশন / পৌরসভার ক্ষেত্রে

প্রধান নির্বাহী কর্মকর্তা / আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা

৩. কর্মসূচি পরিচালক

১৫

উপজেলা / জেলা সমাজসেবা অফিস

ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস আক্রান্তরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি

উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা

আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত ফরমে মহাপরিচালক বরাবরে আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদনসমূহ জেলা কমিটি কর্তৃক যাচাই বাছাই আন্তে জেলা কমিটির কার্য বিবরণীসহ সুপারিশ তালিকা কর্মসূচি পরিচালক বরাবরে প্রেরণ করা হয় । জেলা কমিটি হতে প্রাপ্ত আবেদন ও সুপারিশ যাচাই বাছাই করার জন্য সমাজসেবা অধিদফতর পর্যায়ের কমিটির সভা করা হয় । উক্ত সভায় খসড়া উপকারভোগীর নাম নির্বাচন করে জাতীয় স্টিয়ারিং কমিটিতে উপস্থাপন করা হয়।  অত:পর জাতীয় কমিটি চূড়ান্ত যাচাই-বাছাই করে নির্বাচিত উপকারভোগীর নামে সংশ্লিষ্ট               উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরাবর চেক প্রেরণ করেন। উপ-পরিচালক  সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিতপূর্বক চেক বিতরণ করেন।

আবেদনের ০৩ মাসের মধ্যে

বিনামূল্যে

কিডনি ও লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নীতিমালা

কর্মসূচি পরিচালক

১৬

উপজেলা / শহর সমাজসেবা অফিস

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি

উপজেলা / শহর সমাজসেবা কর্মকর্তা

নির্ধারিত ফরমে সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় । প্রাপ্ত আবেদন উপজেলা কমিটি কর্তৃক যাচাই বাছাই করে জেলা কমিটিতে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হয় । জেলা কমিটিতে চূড়ান্ত যাচাই-বাছাই করে উপজেলা ওয়ারী বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করা হয়। প্রাপ্ত নির্বাচিত উপকারভোগীর তালিকানুসারে উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক সরকারি ক্রয় প্রক্রিয়া (পিপিআর) অনুসারে নির্বাচিত ব্যক্তিকে এককালীন ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) মূল্যমানের খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

আবেদনের ০৩ মাসের মধ্যে

বিনামূল্যে

চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০১৩

কর্মসূচি পরিচলাক

১7

উপজেলা সমাজসেবা অফিস

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম

১. জেলা প্রশাসক

২. উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়

৩. উপজেলা নির্বাহী অফিসার

৪. উপজেলা সমাজসেবা অফিসার

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেন। নীতিমালা অনুসারে যাচাই বাছাই করার পর ভাতাভোগী নির্বাচন করে তা অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করা হয় । জেলা কমিটিতে অনুমোদিত ভাতাভোগীদের নামে ভাতা পরিশোধ বহি প্রস্তুত করে তা ইস্যুর জন্য উপজেলা / জেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরণ  করা হয়। ভাতা বই ইস্যুর পর ভাতাভোগীকে অবহিত করে ভাতাভোগীর ব্যাংক হিসাব খোলা হয়। অত:পর ইউনিটের কেন্দ্রীয় হিসাব হতে ভাতাভোগীদের ভাতা উত্তোলন হিসাবে ভাতা স্থানান্তর করা হয়। যে সকল মুক্তিযোদ্ধার নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সনদ ইস্যু করেছেন অথবা যার নাম গেজেট আকারে প্রকাশ করেছেন অথবা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হতে সনদধারী ব্যক্তিগণ অথবা মুক্তিবার্তার চূড়ান্ত তালিকায় (মুক্তি বার্তা লাল বই) নাম আছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত ডাটবেজে যাদের নাম আছে সে সকল বীর মুক্তিযোদ্ধা এই সম্মানী ভাতা প্রাপ্য হবেন। যে সকল  মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে ভাতা পাচ্ছেন তারা এ সেবার আওতাভুক্ত হবেন না ।

১. নতুন উপকারভোগী সর্বোচ্চ ৩ মাস

২. নিয়মিত উপকারভোগী ০৭ দিন

১০/- দিয়ে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হয়

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৩

 

 

 

১. জেলা প্রশাসক

২. সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

 

18

সরকারি শিশু পরিবার

সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন, প্রশিক্ষণ ও পুনর্বাসন

১. তত্ত্বাবধায়ক / উপ-তত্ত্বাবধায়ক

নির্ধারিত ফরমে  ৬-৯ বছরের এতিম শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে এতিম নিবাসী  শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ,  শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

 

 

আসন শূন্য সাপেক্ষে আবেদনের ১ মাসের মধ্যে

বিনামূল্যে

১. সরকারি শিশু সদন / শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা-২০০২

২. শিশু আইন ২০১৩

 

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

19

ছোটমনি নিবাস (বেবি হোম)

ছোটমনি নিবাসে শিশু প্রতিপালন ও পুনর্বাসন

১. ঊপ-তত্ত্বাবধায়ক

 

০-৭ বছরের  অভিভাবকহীন, দাবিদারহীন, পরিত্যাক্ত, ঠিকানাহীন, দুর্দশাগ্রস্থ  পাচারকারীদের নিকট হতে উদ্ধারকৃত এবং বিপন্ন শিশুদের থানায় জিডিকরণের মাধ্যমে ভর্তি করা হয় । ভর্তিকৃত শিশুদের রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ, চিকিৎসা, বিনোদন সেবা প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষা ও  প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করার জন্য সরকারি শিশু পরিবারে স্থানান্তর করা হয়।

 

জিডি হওয়ার সাথে সাথে

বিনামূল্যে

১. ছোটমনি নিবাস ব্যবস্থাপনা নীতিমালা -২০০৩

 

২. শিশু আইন ২০১৩

 

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

20

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

১. তত্ত্বাবধায়ক / উপ-তত্ত্বাবধায়ক

 

নির্ধারিত ফরমে  ৬-৯ বছরে বিপন্ন ও ঝুকিপূর্ণ  শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে  ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

আসন শূন্য সাপেক্ষে আবেদনের ১ মাসের মধ্যে

বিনামূল্যে

শিশু আইন ২০১৩

 

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

21

নির্বাচিত জেলা / উপজেলা সমাজসেবা কার্যালয়

বিপন্ন শিশুদের সুরক্ষা কার্যক্রম

1.সমাজসেবা অফিসার

২. উপ-পরিচালক

৩. তত্ত্বাবধায়ক

 

মাঠকর্মীদের সংগ্রহকৃত তথ্য কিংবা সরাসরি যোগাযোগকৃত শিশু বা তাদের অভিভাবক বা অন্য কেউ তথ্য প্রদানের মাধ্যমে প্রাপ্ত শিশুদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করা হয়।

আবেদিত শিশুদের কেস ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী কর্তৃক প্রদান যোগ্য সেবার প্রস্তাবসহ সুপারিশ করা হয়। অত:পর উপজেলা ও জেলাকল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদনক্রমে এবং সংকুলান সাপেক্ষে প্রকল্পে মেয়াদে ৬-১৮ বছরের শিশুদের নির্ধারিত (শর্তযুক্ত অর্থ সহায়তা, পথশিশুদের সুরক্ষা, পরিবার এবং সমাজে একীভূতকরণ, ২৪ ঘন্টা চাইল্ড হেল্পলাইন-১০৯৮, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি) সেবা প্রদান করা হয়ে থাকে।

শিশু আসা মাত্রই সেবা প্রদান শুরু

 

বিনামূল্যে

রুলস্ অব বিজনেন্স অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যাবলির আওতায় প্রণীত Child Sensitive Social Protection in Bangladesh (CSPB) প্রকল্প প্রস্তাবনা

জাতীয় প্রকল্প পরিচালক

 

22

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

রিসোর্স শিক্ষক

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে রিসোর্স শিক্ষক/ উপ-পরিচালক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট রিসোর্স শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করেন। অত:পর  আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হয়। ভর্তিকৃত শিশু নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষা লাভ করে এবং রিসোর্স শিক্ষক পাঠদান তদারকি করেন। ভর্তিকৃত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দের জন্য আবাসন, খাদ্য এবং চিকিৎসা বিষয়ক সকল প্রকার ব্যয়ভার সমাজসেবা অধিদফতর থেকে নির্বাহ করা হয়।

আসন শূন্য সাপেক্ষে শিক্ষা বর্ষের শুরুতে।

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

23

পিএইচটি সেন্টার

বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম

তত্ত্বাবধায়ক

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে তত্ত্বাবধায়ক, পিএইচটি  সেন্টার আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়।

এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।

৫-৭ দিন

আসন শূন্য সাপেক্ষে শিক্ষা বর্ষের শুরুতে

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

24

সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়

বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম

প্রধান শিক্ষক

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।

 

৫-৭ দিন

আসন শূন্য সাপেক্ষে শিক্ষা বর্ষের শুরুতে

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

25

সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম

প্রধান শিক্ষক

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।

৫-৭ দিন

আসন শূন্য সাপেক্ষে শিক্ষা বর্ষের শুরুতে।

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

26

মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান

মানসিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন কার্যক্রম

অধ্যক্ষ

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের  অধ্যক্ষ বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট অধ্যক্ষ প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে মানসিক প্রতিবন্ধী শিশু নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিশুদের ভরণ-পোষণসহ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি ফিজিওথেরাপি, স্পিচথেরাপি ও সাইকো থেরাপি প্রদান করা হয় ।

 

 

আসন শূন্য সাপেক্ষে ০১ মাসের মধ্যে

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

জেলা প্রশাসক

 

পরিচালক (প্রতিষ্ঠান)

27

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসন কেন্দ্র

 

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

উপ-পরিচালক

আগ্রহী আবেদনকারী (প্রতিবন্ধী ব্যক্তি) সংশ্লিষ্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত ফরমে উপ-পরিচালক বরাবর আবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট উপ-পরিচালক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী নির্বাচন করে  এবং  আবেদনকারীকে অবহিত করে ভর্তি সম্পন্ন কর হয়। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বয়স ১৪-২৪ বছর তারা এ সেবা গ্রহণ করতে পারবেন । ট্রেড ভিত্তিক ৩ থেকে ১২ মাস প্রশিক্ষণ দেওয়া হয় । প্রশিক্ষণ শেষে পুনর্বাসন ভাতা বাবদ ৪,০০০/-(চার হাজার) প্রদান করা হয় । প্রশিক্ষণ চলাকালীন আবাসন, ভরণ-পোষণ, চিকিৎসা সেবা প্রদান করা হয় । প্রশিক্ষণ শেষে পদ শূন্য সাপক্ষে এ প্রতিষ্ঠানসহ জবপ্লেসমেন্ট অফিসারের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা করা হয়।

বছরে ২ বার, ১৫ জানুয়ারি এবং ১৫ জুলাই তারিখে আবেদন আহ্বান এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

পরিচালক (প্রতিষ্ঠান)

28

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রামীণ পুনর্বাসন উপকেন্দ্র

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

জুনিয়র ইঞ্জিনিয়ার

আগ্রহী আবেদনকারী (প্রতিবন্ধী ব্যক্তি) নির্ধারিত ফরমে আবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট জুনিয়র ইঞ্জিনিয়ার প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী নির্বাচন করে  এবং  আবেদনকারীকে অবহিত করে ভর্তি সম্পন্ন কর হয়। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বয়স ১৪-২৪ বছর তারা এ সেবা গ্রহণ করতে পারবেন । ট্রেড ভিত্তিক ৩ থেকে ১২ মাস প্রশিক্ষণ দেওয়া হয় । প্রশিক্ষণ শেষে পুনর্বাসন ভাতা বাবদ ৪,০০০/-(চার হাজার) প্রদান করা হয় । প্রশিক্ষণ চলাকালীন আবাসন, ভরণ-পোষণ, চিকিৎসা সেবা প্রদান করা হয় । প্রশিক্ষণ শেষে পদ শূন্য সাপক্ষে কেন্দ্রে চাকুরি প্রদান করা হয়।

বছরে ২ বার,       ১৫ জানুয়ারি এবং ১৫ জুলাই তারিখে আবেদন আহ্বান এবং ভর্তি কার্যক্রম করা হয়

 

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা ।

উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়

 

পরিচালক (প্রতিষ্ঠান)

29

দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

টংগী, গাজীপুর

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

ব্যবস্থাপক

আগ্রহী আবেদনকারী (দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি) সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করে নির্ধারিত ফরমে দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক টংগী, গাজীপুর বরাবর আবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট ব্যবস্থাপক প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী নির্বাচন করে  এবং  আবেদনকারীকে অবহিত করে ভর্তি সম্পন্ন কর হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যাদের বয়স ১৪-২৪ বছর তারা এ সেবা গ্রহণ করতে পারবেন । ট্রেড ভিত্তিক ৩ থেকে ১২ মাস প্রশিক্ষণ দেওয়া হয় । প্রশিক্ষণ শেষে পুনর্বাসন ভাতা বাবদ ৪,০০০/-(চার হাজার) প্রদান করা হয় । প্রশিক্ষণ চলাকালীন আবাসন, ভরণ-পোষণ, চিকিৎসা সেবা প্রদান করা হয় । প্রশিক্ষণ শেষে পদ শূন্য সাপক্ষে কেন্দ্রে চাকুরি প্রদান করা হয়।

বছরে ২ বার, ১৫ জানুয়ারি এবং ১৫ জুলাই তারিখে আবেদন আহ্বান এবং ভর্তি কার্যক্রম করা হয়।

 

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা

 

পরিচালক (প্রতিষ্ঠান)

30

এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম

ব্যবস্থাপক

সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের লেখাপড়ায় অমনোযোগি কম মেধা সম্পন্ন ন্যূনতম ১৫ বছর বয়সি ৮ম শ্রেণি উত্তীর্ণ এতিম ও প্রতিবন্ধী শিশুদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রেরিত তালিকানুসারে ভর্তি করে লালন-পালন ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয় । উল্লেখ্য যে, যদি সরকারি প্রতিষ্ঠান হতে ভর্তিযোগ্য নিবাসী না পাওয়া যায় সেক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের (১৫-২৫) ভর্তির জন্য গণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়ে থাকে ।

আসন শূন্য সাপেক্ষে ০১ মাসের মধ্যে

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়ন নীতিমালা ২০১৩

উপ-পরিচালক সংশ্লিষ্ট জেলা

 

পরিচালক (প্রতিষ্ঠান)

31

ব্রেইল প্রেস

 

ব্রেইল বই মুদ্রণ ও সমাজসেবা অধিদফতরাধীন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে  সরবরাহ কার্যক্রম

উৎপাদন ব্যবস্থাপক

সমাজসেবা অধিদফতরাধীন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এমন বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী এ সেবা প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে আগস্ট-সেপ্টেম্বর এর মধ্যে উপ-পরিচালক, ইআরসিপিএইচ বরাবরে চাহিদা পত্র প্রেরণ নিশ্চত করতে হয়। চাহিদা অনুযায়ী বই মুদ্রণ পূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়।

প্রতি বছর ১ জানুয়ারি

বিনামূল্যে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

সরকার কর্তৃক জারিকৃত পরিপত্র, অফিস আদেশসহ অন্যান্য নিদের্শনা ।

 

পরিচালক (প্রতিষ্ঠান)

32

কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন কেন্দ্র, টংগী গাজীপুর

কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন

উৎপাদন-ব্যবস্থাপক

কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থাপক বরাবর চাহিত অংগের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদনের সময় উক্ত অঙ্গের নির্ধারিত মূল্যের ৫০% অগ্রীম পরিশোধ করতে হয়। অত:পর অফিস থেকে কৃত্রিম অঙ্গ সরবরাহের সময় আবেদনকারীকে জানিয়ে দেয়া হয়। সে মোতাবেক আবেদনকারী নির্ধারিত তারিখে অবশিষ্ট ৫০% মূল্য পরিশোধ করে কৃত্রিম অঙ্গ গ্রহণ করেন।

আবেদন প্রাপ্তি ১৫ -৩০ দিনের মধ্যে

কৃত্রিম পা :

১. Above knee -৮০০৬/-

২. Bellowknee-৪৪৮৫/- 

৩. থ্রো নী-৮৫১৩/-

৪.ক্র্যাচ-১৯৫/-

৫.হেয়ারিং এইড ২১০৭/-

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩

 

প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা

 

 

 

 

উপ-পরিচালক ইআরসিপিএইচ

 

পরিচালক (প্রতিষ্ঠান)

33

মৈত্রী প্লাস্টিক শিল্প ও মুক্তা বিশুদ্ধ পানি উৎপাদন ও বিপণন কেন্দ্র  

মৈত্রী শিল্প থেকে প্লাস্টিক সামগ্রী ও  বিশুদ্ধ পানি উৎপাদন ও বিপণন

নির্বাহী পরিচালক

ম্যানেজার

গ্রাহক সরাসরি  মৈত্রী শিল্প থেকে প্লাস্টিক সামগ্রী ও মুক্তা বিশুদ্ধ পানি উৎপাদন ও বিপণন কেন্দ্র,  টংগী গাজীপুর এ নগদ মূল্য প্রদান সাপেক্ষে পণ্য সংগ্রহ করতে পারবেন ।

তাৎক্ষণিক

নির্দিষ্ট দাম পরিশোধ সাপেক্ষে

সমাজকল্যাণ মন্ত্রণালয়রে  ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত । এই প্র্রতিষ্ঠানের অর্জিত সকল মুনাফা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়ে থাকে।

. সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়

34

কিশোর / কিশোরী উন্নয়ন কেন্দ্র্

আইনের সংঘাতে ও সংস্পর্শে এবং  সাজাপ্রাপ্ত শিশুদের উন্নয়ন কার্যক্রম

তত্ত্বাবধায়ক

বিজ্ঞ আদালত কর্তৃক আদেশ প্রাপ্ত আইনের সাথে সংঘাতে জড়িত অভিযুক্ত বা সাজা প্রাপ্ত  শিশু  কেন্দ্রে অবস্থান করে। কেন্দ্রে অবস্থানকালীন  শিশুদের সুরক্ষা, যত্ন-পরিচর্যা, ভরণ-পোষণ, শিক্ষা , চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কাউন্সিলিংসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করে মানসিক, পারিবারিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে মূল স্রোতধারায় পুন:একীভূতকরণ বা পুনর্বাসন করা হয়।

কেন্দ্রে আগমনের সময় থেকে

বিনামূল্যে

শিশু আইন, ২০১৩

 

 

১. পরিচালক (প্রতিষ্ঠান)

 

২. মহাপরিচালক

 

35

সরকারি আশ্রয় কেন্দ্র

 

ভবঘুরে ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন

১. সহকারী পরিচালক / উপসহকারী পরিচালক

পুলিশ কর্তৃক ধৃত/ আটককৃত ভবঘুরে ব্যক্তিদেরকে প্রথমে আদালতে ননএফআইআরের মাধ্যমে উপস্থাপন করা হয় । অত:পর আদালত কর্তৃক ভবঘুরে হিসাবে ঘোষিত প্রেরিত ব্যক্তিদেরকে সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রে রাখা হয় । ভবঘুরে নিয়ন্ত্রক কর্তৃক  শ্রেণি অনুযায়ী নির্ধারিত আশ্রয়কেন্দ্রে প্রেরণ করা হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থিত ব্যক্তিদের ভরণ পোষণ, প্রশিক্ষণ, শিক্ষা, কাউন্সিলিং এর মাধ্যমে স্বনির্ভর করে পারিবারিক ও সামাজিকভাবে পুনর্বাসন করা হয় ।

আদালতের নির্দেশনার আলোকে

বিনামূল্যে

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন )আইন, ২০১১

১.ভবঘুরে নিয়ন্ত্রক

২. উপ-পরিচালক (ভবঘুরে কার্যক্রম)

৩. পরিচালক (প্রতিষ্ঠান)

 

36

প্রবেশন জেলা / উপজেলা  কার্যালয়

প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস

প্রবেশন কর্মকর্তা

১. প্রবেশন এন্ড অফেন্ডার্স অডিনেন্স ১৯৬০ (সংশোধিত ১৯৬৪) এর ৫ ধারা মোতাবেক সংশ্লিষ্ট আদালত কর্তৃক যে কোন বয়সের প্রথমবার ও লঘু অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি অথবা অভিযুক্ত ব্যক্তি নিজে দোষ স্বীকার করলে আদালত দন্ড স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে পরিবার বা সমাজে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির সুযোগ প্রদান করা হয় ।

২. শিশু আইন ২০১৩ এর ধারা ৩৪ উপ-ধারা ৬ মোতাবেক শিশুদের শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার পরিবর্তে সদাচরণের জন্য শিশু আদালতের আদেশক্রমে প্রবেশন সেবা প্রদান করা হয় ।

৩. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের শর্ত স্বাপেক্ষে মুক্তির ব্যবস্থা করা হয় ।

মুক্তিপ্রাপ্ত কয়েদিদের এবং শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তিপ্রাপ্ত শিশুদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে / সমাজসেবা অধিদফতরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা হয় ।

বিজ্ঞ আদালত কর্তৃক আদেশ প্রদানের পর প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে আসার সময় থেকে।

 

আফটার কেয়ার সার্ভিস এর পুনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদন পর ।

বিনামূল্যে

 

. শিশু আইন, ২০১৩

২. শিশু বিধিমালা

৩. প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স,  ১৯৬০ (সংশোধিত ১৯৬৪)

. প্রবেশন রুলস, ১৯৭১

৫. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬

 

 

. উপ-পরিচালক

২. জেলা প্রশাসক

.পরিচালক (কার্যক্রম)

৪. মহাপরিচালক

 

37

সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন

ব্যবস্থাপক

বিজ্ঞ আদালত, আইন প্রয়োগকারী  সংস্থা,  সরকার অনুমোদিত এনজিও কর্তৃক প্রত্যায়িত বা উদ্ধারকৃত যৌনকর্মী বা জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে যৌনকর্মে নিয়োজিত যাদের বয়স ১৮ বছরের নিচে তারা এ সেবা পাবেন। এ সেবার আওতায় কেন্দ্রে  অবস্থিত কিশোরী / তরুনীকে শিক্ষা, চিকিৎসা, ভরণ-পোষণ, প্রশিক্ষণ দিয়ে পারিবারিক ও সামাজিকভাবে পুনর্বাসন করা হয় ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রেরণের সাথে সাথে

বিনামূল্যে

. শিশু আইন, ২০১৩

. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০

৩. সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা ২০০২

৪. নৈতিকতা বিরোধী বৃত্তি দমন আইন ১৯৩৩

 

১. উপ-পরিচালক সংশ্লিষ্ট জেলা

২. উপ-পরিচালক (ভবঘুরে কার্যক্রম)

৩. পরিচালক (প্রতিষ্ঠান)

 

38

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন  (সেফ হোম)

 

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন  (সেফহোম)

উপ-তত্ত্বাবধায়ক

বিচারাধীন মহিলা ও নারী শিশু যাদেরকে আদালত হতে সেফ হোমে নিরাপদ হেফাজতে  রাখার নির্দেশ প্রদান করেন তাদের ভরণ পোষণসহ সংশ্লিষ্ট কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়। সেফহোমে অবস্থানকালীন তাদেরকে সুরক্ষা, যত্ন-পরিচর্যা, ভরণ-পোষণ, শিক্ষা , চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কাউন্সিলিংসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করে মানসিক, পারিবারিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে মূল স্রোতধারায় পুন:একত্রিকরণ বা পুনর্বাসন করা হয়।

আদালতের নির্দেশ

অনুসারে

বিনামূল্যে

. শিশু আইন, ২০১৩

. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০

 

১. উপ-পরিচালক সংশ্লিষ্ট জেলা

২. পরিচালক (প্রতিষ্ঠান)

 

৩9

দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, আজিমপুর, ঢাকা

দিবাকালীন শিশু যত্ন কার্যক্রম

উপ-তত্ত্বাবধায়ক

আগ্রহী কর্মজীবী মায়েরা তাদের 5-9 বছর বয়সী সন্তানদের কর্মকালীন দিবাভাগে রক্ষণা-বেক্ষণের জন্য নির্ধারিত ফরমে উপ-তত্ত্বাবধায়ক বরাবর আবেদন দাখিল করবেন। প্রাপ্ত আবেদনসমূহ ব্যবস্থাপনা কমিটিতে অনুমোদিত হওয়ার পর সংশ্লিষ্ট আবেদনকারী প্রতিদিন সকাল ৭ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত দিবাযত্ন কেন্দ্রে রেখে যেতে পারেন। শিশুদের অবস্থানকালীন বিনামূল্যে আহার, প্রাক-প্রাথমিক শিক্ষা, খেলাধূলা ও বিনোদনের ব্যবস্থা করা হয়।

 

আসন খালি থাকা সাপেক্ষে ১দিন

বিনামূল্যে

শিশু আইন, ২০১৩

পরিচালক (প্রতিষ্ঠান)

৪০

জেলা/ উপজেলা / শহর সমাজসেবা অফিস

স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও নিয়ন্ত্রণ

১. উপ-পরিচালক

২. সমাজসেবা অফিসার (নিবন্ধন)

৩. উপজেলা /শহর সমাজসেবা কর্মকর্তা

সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় নিবন্ধনের যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির ১০ কর্ম দিবসের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে সুপারিশসহ আবেদনপত্রটি অগ্রায়ন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয় অগ্রায়নপত্র যুক্ত আবেদন প্রাপ্তির ০৭ কর্ম দিবসের মধ্যে সংস্থার আবেদনের নিষ্পত্তি করে আবেদনকারীকে অবহিত করা হয়। এনএসআই কর্তৃক নিবন্ধনে অনাপত্তির প্রত্যয়ন প্রাপ্তির  ১০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয নিষ্পত্তি করবে।

নাম ছাড়পত্র : ১০ কর্মদিবস

 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অনাপত্তি প্রত্যয়ন পাওয়ার পর ০৭ কর্মদিবস।

৫০০০/-

১. স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৬২

২. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও রেজিস্ট্রেশন) অধ্যাদেশ,১৯৬১

এবং বিধি-১৯৬২

 

পরিচালক (কার্যক্রম)

4

উপজেলা / শহর সমাজসেবা অফিস

নিবন্ধনকৃত বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

উপজেলা /শহর সমাজসেবা কর্মকর্তা

বেসরকারি এতিমখানাটিকে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত হতে হবে এবং এতিমখানাটিতে ন্যূনতম ১০ জন ৬-১৮ বছরের এতিম নিবাসী থাকতে হবে। ১০০% নিবাসী প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত সাপেক্ষে শতকরা ৫০ ভাগ শিশু এ সেবার আওতায় আসবে।

নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষের  মাধ্যমে সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর ৩১ জুলাই-র মধ্যে সংশ্লিষ্ট উপজেলা  কার্যালয়ে আবেদন দাখিল করতে হয় । ১০ আগষ্টের এর মধ্যে উপজেলা অফিস হতে জেলায় এবং ২৫ আগস্ট এর মধ্যে জেলা কার্যালয়  হতে অধিদফতরে বেসরকারি এতিমখানার তথ্য প্রেরণ নিশ্চিত করতে হয়। অত:পর অধিদফতর হতে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করতে হয় । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভার মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক মনোনিত বেসরকারি এতিমখানার বিপরীতে বরাদ্দপত্র অধিদফতর বরাবর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়। অধিদফতর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দপত্র প্রেরণ করা হয়।  প্রাপ্ত বরাদ্দের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অফিসারের নিকট বিল দাখিল করলে যাচাই বাছাইপূর্বক উক্ত বিল পাশ করে তা উপজেলা  হিসাব রক্ষণ অফিসার কর্তৃত বিল পাশ করে উপজেলা সমাজসেবা অফিসারের দাপ্তরিক হিসেবে জমা হয়। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসার সংশ্লিষ্ট এতিমখানার সভাপতি/ সম্পাদকের অনুকূলে ক্রস চেকের মাধ্যমে ক্যাপিটেশন গ্রান্ট হস্তান্তর করেন।

বেসরকারি এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির ৪ মাসের মধ্যে

বিনামূল্যে

বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা ২০১১

১. উপ- পরিচালক,  জেলা সমাজসেবা কার্যালয়

. পরিচালক (প্রতিষ্ঠান)

 

 

42

উপজেলা সমাজসেবা কার্যালয়

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহের অনুদান প্রদানে সহায়তা

উপজেলা সমাজসেবা কর্মকর্মা

সমাজকল্যাণ পরিষদে প্রতি বছর আগস্ট মাসে জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়। ডিসেম্বরের মধ্যে জেলা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদ আবেদন বাছাই করে জাতীয় সমাজকল্যাণ পরিষদে সুপারিশ প্রেরণ করে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।

 

১-৩ মাস

বিনামূল্যে

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহের অনুদান প্রদানে সহায়তা সংক্রান্ত নীতিমালা

ডিডি, জেলা সমাজসেবা কার্যালয়